সব জল্পনা কল্পনা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে আগামী বছরের মার্চেই অনুষ্ঠিত হতে পারে নতুন জাতীয় নির্বাচন। তবে এই নির্বাচন মধ্যবর্তী নির্বাচনের আদলে হবে নাকি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে পূর্ণ জাতীয় নির্বাচন হবে তা নিয়ে এখনও ঘোর কাটেনি। প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ স্পষ্ট করেই বলেছেন , মার্চে জাতীয় নির্বাচন হবে এবং সেই নির্বাচনে তাঁর দল ১৫১ আসনে জয়ী হওয়ার টার্গেট নিয়ে মাঠে কাজ করে যাচ্ছে।শুধু এরশাদ নয় অনেক রাজনৈতিক বিশ্লেষকই মার্চে জতীয় নির্বাচন অনুষ্ঠান হবে বলে মত প্রকাশ করেছেন। যদিও সব কিছু নির্ভর করছে শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের সিদ্ধান্তের উপর । তবে ডিসেম্বরে সরকার পতনের যে গুঞ্জন ক্রমশঃ দানা