সিরাজগঞ্জের শাহজাদপুরে ‘ রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ‘ দ্রুত বাস্তবায়নের দাবিতে  জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানব বন্ধন কর্মসূচি পালিত হয় ।
শুক্রবার  সকাল ১১ টায় ‘ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়  বাস্তবায়ন যুব ফোরামের’ উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানব বন্ধন কর্মসূচি পালিত হয় । উক্ত মানব বন্ধন কর্মসূচিতে উপস্থিত সর্ব স্তরের মানুষের পক্ষ থেকে সিরাজগঞ্জের শাহজাদপুরে’ রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ‘ বাস্তবায়নের জোর দাবি জানান । বক্তারা জানান যে শাহজাদপুরে রয়েছে কবির ১২০০ একর নিজস্ব জায়গা , এছাড়াও রয়েছে উন্নত যোগাযোগ বাবস্থা সহ নয়নভিরাম পরিবেশ ।
         
    
         
সিরাজগঞ্জের শাহজাদপুরে ‘ রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ‘ দ্রুত বাস্তবায়নের দাবিতে  জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানব বন্ধন কর্মসূচি পালিত হয় ।
শুক্রবার  সকাল ১১ টায় ‘ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়  বাস্তবায়ন যুব ফোরামের’ উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানব বন্ধন কর্মসূচি পালিত হয় । উক্ত মানব বন্ধন কর্মসূচিতে উপস্থিত সর্ব স্তরের মানুষের পক্ষ থেকে সিরাজগঞ্জের শাহজাদপুরে’ রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ‘ বাস্তবায়নের জোর দাবি জানান । বক্তারা জানান যে শাহজাদপুরে রয়েছে কবির ১২০০ একর নিজস্ব জায়গা , এছাড়াও রয়েছে উন্নত যোগাযোগ বাবস্থা সহ নয়নভিরাম পরিবেশ ।
বক্তারা  মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত সিরাজগঞ্জের শাহজাদপুরে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ‘দ্রুত বাস্তবায়ন করে সামনের সেশনে ছাত্র ছাত্রী  ভর্তি করে ক্লাস শুরুর দাবি জানান ।
ঢাকায় বসবাসরত  সিরাজগঞ্জ জেলার, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, চাকুরীজীবী সহ  নানা পেশার বিপুল সংখ্যক মানুষ এই মানব্বন্ধনে অংশ গ্রহণ করেন ।
বক্তারা আরও বলেন শিক্ষা মন্ত্রী গত অধিবেশনেও বলেছিলেন  সিরাজগঞ্জের শাহজাদপুরে  রবীন্দ্র বিশ্ববিদ্যালয়  প্রতিষ্ঠা করা হবে , সিরাজগঞ্জবাসি শিক্ষা মন্ত্রীর   সেই ঘোষণার দ্রুত বাস্তবায়ন দেখতে চায় ।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়  বাস্তবায়ন যুব ফোরামের আহবায়ক  মোস্তাফিজুর রহমান সাবায়েতের সভাপতিত্ত্বে  মানব বন্ধন কর্মসূচিতে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়  বাস্তবায়ন যুব ফোরামের উপদেষ্টাআসাদ উল্লাহ তুষার , মীর আব্দুল্লাহ আল আমিন রঞ্জন, হাসান আল মামুন ,যুব ফোরামের  সদস্য সচিব আলিমুল আল সজীব , সোহান , শাহিন , রনি, শান্ত, রিজভী প্রমুখ ।
 
 
 
সুত্রঃ সংসদগ্যালারী২৪ডটকম