আজ মঙ্গলবার দেশব্যাপী শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী।
সোমবার দুপুর ২টায় এক বিবৃতিতে দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডা. শফিকুর রহমান এ কর্মসূচির কথা জানিয়েছেন।
তিনি বলেন, ২৮ অক্টোবর মঙ্গলবার ইতিহাসের এক কালোদিবস। ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের সশস্ত্র সন্ত্রাসীরা বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শান্তিপূর্ণ সমাবেশে লগি-বৈঠা দিয়ে হামলা চালিয়ে ৬ নেতা-কর্মীকে পিটিয়ে নৃশংসভাবে হত্যা করেছিল এবং কয়েক হাজার নেতা-কর্মীকে আহত করেছিল।
তিনি আরো বলেন, ‘সেদিন ১৪ দলের সন্ত্রাসীরা জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের নৃশংসভাবে হত্যা করেই ক্ষান্ত হয়নি। তারা নিহতদের লাশের উপর দাঁড়িয়ে উল্লাসও করেছিল। তাদের নৃশংসতা ও পৈশাচিকতা বাংলাদেশের ইতিহ
আজ মঙ্গলবার দেশব্যাপী শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী।
সোমবার দুপুর ২টায় এক বিবৃতিতে দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডা. শফিকুর রহমান এ কর্মসূচির কথা জানিয়েছেন।
তিনি বলেন, ২৮ অক্টোবর মঙ্গলবার ইতিহাসের এক কালোদিবস। ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের সশস্ত্র সন্ত্রাসীরা বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শান্তিপূর্ণ সমাবেশে লগি-বৈঠা দিয়ে হামলা চালিয়ে ৬ নেতা-কর্মীকে পিটিয়ে নৃশংসভাবে হত্যা করেছিল এবং কয়েক হাজার নেতা-কর্মীকে আহত করেছিল।
তিনি আরো বলেন, ‘সেদিন ১৪ দলের সন্ত্রাসীরা জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের নৃশংসভাবে হত্যা করেই ক্ষান্ত হয়নি। তারা নিহতদের লাশের উপর দাঁড়িয়ে উল্লাসও করেছিল। তাদের নৃশংসতা ও পৈশাচিকতা বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।
হত্যাকারীদের বিচারের লক্ষ্যে মামলা করা হয়েছিল। কিন্তু বর্তমান সরকার ঘাতকদের রক্ষা করার জন্য সেই মামলা তুলে নিয়েছে। এ সরকার মামলা তুলে নিয়ে প্রমাণ করেছে তারা ২৮ অক্টোবরের গণহত্যার সঙ্গে সম্পৃক্ত।
দেশের জনগণ ২৮ অক্টোবর সংঘটিত অপরাধ ও গণহত্যার দায়ে অভিযুক্তদের বিচার করবে বলেও বিবৃতিতে উল্লেখ করেন তিনি।