শিক্ষামন্ত্রীকে জাসদ ছাত্রলীগের হুঁশিয়ারি

500x350_2797d68f504c1a498c78b2143c6be6f7_বহবহ

আসন্ন জেএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হলে কঠোর আন্দোলনের মাধ্যমে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে টেনে হিচড়ে মন্ত্রিত্ব থেকে সরানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছে জাসদ ছাত্রলীগ।
মহানগরীর কলেজ রোড পিডিবির সামনে সোমবার দুপুরে জেলা জাসদ ছাত্রলীগের উদ্যোগে এক মানববন্ধন ও সমাবেশে বক্তারা এ হুঁশিয়ারি দেন। প্রশ্নপত্র ফাঁস বন্ধ, পরীক্ষার সময় ঘন ঘন লোডশেডিং ও রাজনৈতিক প্রতিবন্ধকতা রোধ এবং জাতীয় শিক্ষানীতি বাস্তবায়নের দাবিতে এ মানববন্ধন করে তারা।
আগামী জেএসসি পরীক্ষার সময় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি জানিয়ে তারা বলেন, ‘বর্তমানে লোডশেডিং চরম আকার ধারণ করেছে।
আর প্রশ্নপত্র ফাঁসকারী অপরাধীদের শাস্তির ব্যাপারে কার্যকর পদক্ষেপ না থাকায় সরকারের