জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফের নতুন একক অ্যালবাম ‘জানরে’ বাজারে আসছে আগামী ৭ ডিসেম্বর। এটি তার ৩০তম একক অ্যালবাম।
এ ব্যাপারে গায়ক আসিফ বলেছেন, এবার শ্রোতাদের জন্য নতুন কিছু গান করেছি। গানগুলো তাদের ভাল লাগবে। অ্যালবামে গান থাকছে ১৩টি। এটি প্রকাশিত হবে তারই নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান আর্ব থেকে। বাজারজাত করবে সাউন্ডটেক।
অবশ্য অ্যালবামটি বাজারে আসার আগেই এর ৮টি গান অনলাইনে প্রকাশ করা হয়েছে। এর মধ্যে আকাশের চাঁদ তুমি শিরোনামের গানটির ভিডিও প্রকাশিত হয়েছে।
গানগুলো লিখেছেন রাজিব, কাউছার আহমেদ চৌধুরী, প্রদীপ সাহা, আনিছুল ইসলাম, পল্লব সান্যাল প্রমুখ। সুর ও সঙ্গীত করেছেন লাকি আখন্দ, নাজির মাহমুদ, উজ্জ্বল সিনহা, মুসফিক লিটু, বিনোদ রায় ও রানা।