১৬ ইঞ্চি কোমরের সুন্দরী কেলি লি ডিকে

500x350_97b005d83c0c0ec87bc6136591d553a2_rttrtr

এক মার্কিন সুন্দরীর কোমরের সাইজ মাত্র ১৬ ইঞ্চি। অবাক হওয়ার মতোই ঘটনা। অথচ এক সময় নিজের মোটা শরীর নিয়ে লজ্জিত ছিলেন তিনি। নিউ ইয়র্কের অধিবাসী এই সুন্দরী পেশায় একজন মডেল। বয়স ২৭ বছর। নাম কেলি লি ডিকে। সম্প্রতি নিজের ছবিগুলো প্রকাশ করে তাক লাগিয়ে দিয়েছেন তিনি।
কেলি লি ডিকের কোমর এত চিকন হলো কেন- এমন প্রশ্ন অবান্তর। নিজেই এ প্রশ্নের উত্তর দিয়েছেন কেলি। তিনি জানিয়েছেন, স্টিল দিয়ে তৈরি এক ধরনের বেল্ট ব্যবহার করে তিনি কাক্সিক্ষত সাফল্য পেয়েছেন। অবশ্য এ জন্য তাকে সাত বছর ধরে ধৈর্য্য নিয়ে অনুশীলন চালিয়ে যেতে হয়েছে।
কেলি আরো জানান, আমি নিজেকে ব্যতিক্রম করে উপস্থাপন করতে পছন্দ করে। কিন্তু নিজের স্বাস্থ্য নিয়ে আমি ভীষণ লজ্জিত ছিলাম। পথ

এক মার্কিন সুন্দরীর কোমরের সাইজ মাত্র ১৬ ইঞ্চি। অবাক হওয়ার মতোই ঘটনা। অথচ এক সময় নিজের মোটা শরীর নিয়ে লজ্জিত ছিলেন তিনি। নিউ ইয়র্কের অধিবাসী এই সুন্দরী পেশায় একজন মডেল। বয়স ২৭ বছর। নাম কেলি লি ডিকে। সম্প্রতি নিজের ছবিগুলো প্রকাশ করে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। কেলি লি ডিকের কোমর এত চিকন হলো কেন- এমন প্রশ্ন অবান্তর। নিজেই এ প্রশ্নের উত্তর দিয়েছেন কেলি। তিনি জানিয়েছেন, স্টিল দিয়ে তৈরি এক ধরনের বেল্ট ব্যবহার করে তিনি কাক্সিক্ষত সাফল্য পেয়েছেন। অবশ্য এ জন্য তাকে সাত বছর ধরে ধৈর্য্য নিয়ে অনুশীলন চালিয়ে যেতে হয়েছে। কেলি আরো জানান, আমি নিজেকে ব্যতিক্রম করে উপস্থাপন করতে পছন্দ করে। কিন্তু নিজের স্বাস্থ্য নিয়ে আমি ভীষণ লজ্জিত ছিলাম। পথ খুঁজছিলাম, কীভাবে এ থেকে মুক্তি পাওয়া যায়। অবশেষে একটি কৌতুক বইয়ের চরিত্রগুলো দেখে আমি অনুপ্রাণিত হই। ওই চরিত্রগুলোর কোমর খুবই চিকন ছিল। এদিকে কোমর এত চিকন হওয়ার পর ভালো-মন্দ দুই ধরনেই মন্তব্য জুটেছে কেলির কপালে। তথ্যসূত্র : ডেইলি মেইল।