টাকা নয় সৌরভের কারণে শাহরুখ নেয় আইএসএলে

shouav-shahruk-30

খেলাধুলার প্রতি শাহরুখ খানের প্রবল আগ্রহের কথা সবারই জানা। আইপিএলের সূচনা থেকে কলকাতা নাইট রাইডার্সের মালিক তিনি। দলকে নিয়ে এগিয়ে যাচ্ছেন দুরন্ত গতিতে। লিগ শিরোপা ঘরে তুলেছেন পর পর দুবার।
আইপিএলের মতো আইএসএলেও নাকি দল কেনার ব্যাপারে আগ্রহী ছিলেন শাহরুখ। কিন্তু কলকাতা ভিন্ন অন্য কোথাও দল গড়ার ইচ্ছা ছিল না তার! সৌরভ গাঙ্গুলি কলকাতার ফুটবল দল কেনায় নিজেকে গুটিয়ে নিয়েছেন তিনি।
তবে কয়েক দিন আগে বলিউড বাদশাহ জানিয়েছিলেন, টাকা না থাকায় আইএসএলে দল কিনতে পারেননি তিনি। আসল ঘটনা তাহলে ভিন্ন। সৌরভ কলকাতায় হাত দেওয়ায় দূরে সরে গেছেন শাহরুখ! বুধবার কলকাতায় নিজের সদ্য মুক্তি পাওয়া হ্যাপি নিউ ইয়ার ছবির প্রচারে এসে এ কথাই জানালেন বলিউডের সুপারস্টার।
গত সাত বছর ধরে নাইট রাইডার্সের সঙ্গে কাজ করায় কলকাতার প্রতি ভালোবাসা

খেলাধুলার প্রতি শাহরুখ খানের প্রবল আগ্রহের কথা সবারই জানা। আইপিএলের সূচনা থেকে কলকাতা নাইট রাইডার্সের মালিক তিনি। দলকে নিয়ে এগিয়ে যাচ্ছেন দুরন্ত গতিতে। লিগ শিরোপা ঘরে তুলেছেন পর পর দুবার। আইপিএলের মতো আইএসএলেও নাকি দল কেনার ব্যাপারে আগ্রহী ছিলেন শাহরুখ। কিন্তু কলকাতা ভিন্ন অন্য কোথাও দল গড়ার ইচ্ছা ছিল না তার! সৌরভ গাঙ্গুলি কলকাতার ফুটবল দল কেনায় নিজেকে গুটিয়ে নিয়েছেন তিনি। তবে কয়েক দিন আগে বলিউড বাদশাহ জানিয়েছিলেন, টাকা না থাকায় আইএসএলে দল কিনতে পারেননি তিনি। আসল ঘটনা তাহলে ভিন্ন। সৌরভ কলকাতায় হাত দেওয়ায় দূরে সরে গেছেন শাহরুখ! বুধবার কলকাতায় নিজের সদ্য মুক্তি পাওয়া হ্যাপি নিউ ইয়ার ছবির প্রচারে এসে এ কথাই জানালেন বলিউডের সুপারস্টার। গত সাত বছর ধরে নাইট রাইডার্সের সঙ্গে কাজ করায় কলকাতার প্রতি ভালোবাসা জন্মেছে তার। তাই এই শহরটিকে ‘সেকেন্ড হোম’ নামে আখ্যা দিয়েছেন শাহরুখ। ক্রিকেটের মতো ফুটবলেও কলকাতা ভিন্ন অন্য কোনো দল কিনতে ইচ্ছুক নন তিনি। এ বিষয়ে শাহরুখ খান বলেন, ‘কলকাতা যখন নয়, তখন অন্য কোনো দলই নয়। আইএসএলে দাদার দলের প্রতি আমার সমর্থন থাকবে। অ্যাটলেটিকো ডি কলকাতা ভালো করুক, এমন প্রত্যাশাই করছি।’