বিনোদন ডেস্ক :: মনে আছে তো বলিউডের মুন্না ভাই আর তাঁর সাথি সার্কিটকে কথা। পরপর দুটি সিরিজে যাদের জুটি দর্শক মাঝে একেবারে হিট। এবারের ‘মুন্নাভাই’ সিরিজে হতে চলেছে সেই জুটিরই রদবদল। সার্টিকের ভূমিকা থেকে বাদ গেলেন আরশাদ ওয়ারশি। শোনা যাচ্ছে ‘মুন্নাভাই’-এর তৃতীয় সিরিজে সার্কিটের চরিত্রে অভিনয় করবেন আমির খানক। শুধু সার্কিটই নয় বাদ পড়েছেন পরিচালকও। ‘মুন্নাভাই’-এর তৃতীয় সিরিজের পরিচালক এবার সুভাষ কাপুর। আগের দুটি সিরিজের পরিচালক ছিল রাজকুমার হিরানী।
এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোন কিছুই জানানো হয় নি। তবে জানা গিয়েছে ‘পিকে’ সিনেমায় আমিরের কাজে মুগ্ধ হয়ে প্রযোজক বিধু বিনোদ চোপড়া তাঁকে ‘মুন্নাভাই’ সিরিজে নিতে চাইছেন। তবে আমিরের তরফ থেকে এখন পর্যন্ত কিছুই জানানো হয়নি।
২০০৩ সালে মুক্তি পেয়েছিল
বিনোদন ডেস্ক :: মনে আছে তো বলিউডের মুন্না ভাই আর তাঁর সাথি সার্কিটকে কথা। পরপর দুটি সিরিজে যাদের জুটি দর্শক মাঝে একেবারে হিট। এবারের ‘মুন্নাভাই’ সিরিজে হতে চলেছে সেই জুটিরই রদবদল। সার্টিকের ভূমিকা থেকে বাদ গেলেন আরশাদ ওয়ারশি। শোনা যাচ্ছে ‘মুন্নাভাই’-এর তৃতীয় সিরিজে সার্কিটের চরিত্রে অভিনয় করবেন আমির খানক। শুধু সার্কিটই নয় বাদ পড়েছেন পরিচালকও। ‘মুন্নাভাই’-এর তৃতীয় সিরিজের পরিচালক এবার সুভাষ কাপুর। আগের দুটি সিরিজের পরিচালক ছিল রাজকুমার হিরানী।
এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোন কিছুই জানানো হয় নি। তবে জানা গিয়েছে ‘পিকে’ সিনেমায় আমিরের কাজে মুগ্ধ হয়ে প্রযোজক বিধু বিনোদ চোপড়া তাঁকে ‘মুন্নাভাই’ সিরিজে নিতে চাইছেন। তবে আমিরের তরফ থেকে এখন পর্যন্ত কিছুই জানানো হয়নি।
২০০৩ সালে মুক্তি পেয়েছিল ‘মুন্নাভাই এমবিবিএস’। এই ছবির বিপুল জনপ্রিয়তা পাওয়ায় তিন বছর বাদে তৈরি হয় এর সিকুয়েল ‘লাগে রাও মু্ন্নাভাই’। যা আরও বেশি সাফল্য পায়। তারপর ২০১১ সালে ‘মুন্নভাই’ সিরিজের তৃতীয় পার্টটি তৈরির পরিকল্পনা শুরু হয়, নাম দেওয়া হয় ‘মুন্না চলে দিল্লী’। তবে মুন্না ভাই সঞ্জয় দত্তের জেলে থাকায় আপাতত বন্ধ আছে এই ছবির শুটিং।