বাঘাবাড়ী নৌ-বন্দরে জাহাজ ও পরিবহনে জরিমানাঃ বিপুল পরিমান নগ্ন পোষ্টার, পর্ণ সিডি ও কাটপিস ফ্লীম জব্দ করে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে ধ্বংস। শাহজাদপুর প্রতিনিধিঃ শনিবার শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দর ও বিভিন্ন সড়কে ভ্রম্যমান আদালত পরিচালনা করা হয়। এতে ১৮টি জাহাজ ও ৬টি যানবহনে ১ লক্ষ ৭১ হাজার টাকা জরিমানা ও ৬টি মামলা করা হয়। পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, এ দিন সকালে শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দর ও বিভিন্ন সড়কে ভ্রম্যমান আদালত অভিযান চালায়। এ অভিযান কালে ফিটনেসবিহীন ১৮টি কার্গো-জাহাজকে ১ লক্ষ ৬৫ হাজার টাকা জরিমানা করে। এ ছাড়া ভ্রম্যমান আদালত ফিটনেসবিহীন বিভিন্ন যানবহনে অভিযান চালিয়ে ৬টি গাড়ীতে মামলা ও ৬ হাজার টাকা জরিমানা করে। ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শামীম আহমেদ এ জরিমানা করেন। এ সময় সহকারী কমিশনার (ভূমি) সন্দ্বীপ কুমার সরকার ও শাহজাদপুর থানার এসআই মাহফুজ উপস্থিত ছিলেন। এ ছাড়া এ ভ্রাম্যমান আদালত পৌর সদরের রামবাড়ী এলাকায় অবস্থিত মনিহার সিনেমা হলে অভিযান চালিয়ে নগ্ন পোষ্টার ও কাটপিচ ফ্লীম জব্দ করে পরবর্তীতে বাজারের বিভিন্ন সিডির দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমান নগ্ন ও পর্ণ সিডি জব্দ করে। এরপর নগ্ন পোষ্টার, কাটপিচ ফ্লীম ও পর্ণ সিডি গুলো পেট্রল ঢেলে আগুনে পুড়িয়ে ধ্বংস করে ফেলেন।