নিখোজের ৩ মাস পর পরিবারে ফিরে গেল শিশু দেলোয়ার

ফরিদ আহমেদ (চঞ্চল) শাহজাদপুর, প্রতিনিধিঃ গতকাল শুক্রবার শাহজাদপুর থানা পুলিশের মাধ্যমে নিখোজ হওয়ার তিন মাস পর নিজ পরিবারে ফিরে গেল নেত্রকোনার শিশু দেলোয়ার (০৮)। শাহজাদপুর থানা ও স্থানীয় সুত্রে জানা যায়, শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের টেরিয়াকান্দা গ্রামের হারান প্রামানিকের ছেলে শুকুর আলীর বাড়ীতে সম্প্রতি দেলোয়ার উঠে আসে এবং শুকুর আলীর স্ত্রী লিলির নিকট খাবারের জন্য আবদার করে। গৃহিনী লিলি ক্ষুধার্ত ছেলেটিকে কাছে ডেকে খাবার দিয়ে তার নাম পরিচয় জিজ্ঞাসা করতে আন্টি বলে জড়িয়ে ধরে। লিলির মাতৃ আদর পেয়ে ছেলেটি আর কোথাও না গিয়ে শুধু লিলির পিছে পিছে থাকে এবং খাবারের সময় হলে বলে আন্টি ভাত দে । এভাবে দিন গড়াতে গড়াতে তিন সপ্তাহ গত হলে প্রতিবেশীদের কাছে দেলোয়ার আলোচনার বিষয় হয়ে ওঠে। এতে উপায়ান্তর না দেখে শুকুর আলী কালের কন্ঠ পত্রিকার আতাউর রহমান পিন্টু, আজকালের খবর পত্রিকার সংবাদিক আব্দুল কুদ্দুস ও ডাঃ ফরিদ আহমেদ এর (শাহজাদপুর প্রতিনিধি) সাথে ছেলেটির নিখোজ সম্পর্কে আলোচনা করে। সাংবাদিকগন ছেলেটির সংগে কথা বলে তার তথ্যমতে ইন্টারনেটের মাধ্যমে এ ছেলেটির ইউনিয়নের আতাব আলী মেম্বরের মাধ্যমে তার চাচার মোবাই