শাহজাদপুর প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার হিন্দু ধর্মালম্বীদের পোরজনা আশ্রমের ধর্মগুরু বংশীদাস বাবা মহারাজ (১০৫) আর নেই। শুক্রবার দুপুর ১২টায় পোরজনা আশ্রমে তিনি বার্ধক্য জনিত কারণে দেহ ত্যাগ করেন। পোরজনা আশ্রমের গুরুর শিস্য কৃষ্ণ কমল জানান, বাবা প্রায় ৫০ বছর যাবৎ এ আশ্রমে আছেন। বাবার বার্ধক্যজনিত মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে শাহজাদপুর সহ বিভিন্ন এলাকার ভক্তবৃন্দ ছুটে আসেন এবং কান্নায় ভেঙ্গে পড়েন। বাবা বাংলাদেশ ও ভারতে ৫টি আশ্রম প্রতিষ্ঠা করেছেন। বাংলাদেশ সহ ভুটান, নেপাল, শ্রীলংকা ও ভারতে বাবার লক্ষ লক্ষ ভক্ত আছেন। বাবা ছিলেন নিঃসন্তান। পোরজনা বংশীদাস খাটে বাবার দাহ করা হবে।ধর্মগুরু বাবা বংশীদাস মহারাজের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।