বঙ্গবন্ধু সম্পর্কে তারেক জিয়ার কটুক্তির প্রতিবাদে শাহজাদপুরে ছাত্রলীগের মানববন্ধন ও কুশপুত্তলিকা দাহ

1 (1)

শাহজাদপুর প্রতিনিধিঃ বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান সম্পর্কে বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কটুক্তির প্রতিবাদে আজ মঙ্গলবার শাহজাদপুরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। শাহজাদপুর সরকারি কলেজ ছাত্রলীগ এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। পৌর সদরের প্রাণকেন্দ্র মনিরামপুর বাজারের চৌরাস্তা মোড়ে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ঘন্টাব্যাপী এ কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রফেসর আজাদ রহমান, আওয়ামী লীগ নেতা রাশেদুল হাসান জাফর, মুস্তাক আহমেদ, আমিরুল ইসলাম শাহু, ছাত্রনেতা শেখ কাজল, রাশেদ, নেছারুল, সাবেক ছাত্রনেতা আব্দুল আউয়াল, যুবনেতা রাজিব শেখ, শ্রমিক নেতা আবু সাঈদ ও ইসলাম আলী। বক্তারা অবিলম্বে তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

শাহজাদপুর প্রতিনিধিঃ বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান সম্পর্কে বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কটুক্তির প্রতিবাদে আজ মঙ্গলবার শাহজাদপুরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। শাহজাদপুর সরকারি কলেজ ছাত্রলীগ এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। পৌর সদরের প্রাণকেন্দ্র মনিরামপুর বাজারের চৌরাস্তা মোড়ে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ঘন্টাব্যাপী এ কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রফেসর আজাদ রহমান, আওয়ামী লীগ নেতা রাশেদুল হাসান জাফর, মুস্তাক আহমেদ, আমিরুল ইসলাম শাহু, ছাত্রনেতা শেখ কাজল, রাশেদ, নেছারুল, সাবেক ছাত্রনেতা আব্দুল আউয়াল, যুবনেতা রাজিব শেখ, শ্রমিক নেতা আবু সাঈদ ও ইসলাম আলী। বক্তারা অবিলম্বে তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধন শেষে তারেক রহমানের কুশপুত্তলিকা দাহ করা হয়।