শাহজাদপুরে জায়গা দখলকে কেন্দ্র করে হামলা ভাংচুর; আহত ৬

মোঃ আল-আমিন হোসেন, শাহজাদপুরঃ উপজেলার বাইদা মাদলা গ্রামে বাড়ীর জায়দা দখলকে কেন্দ্র করে হামলা, ভাংচুরের ঘটনায় উভয় পক্ষের ৬ জন আহত হয়েছে।
জানা গেছে, গতকাল সোমবার দুপুরে বাইদামাদলা বিশ্ব রোডের পাশে আঃ আলিমের বাড়ী দির্ঘদিন যাবৎ একই এলাকার সাকোয়াত দখলের পায়তারা করে আসছিলো। এর এক পর্যায়ে গতকাল দুপুরে সাকোয়াত এর নের্তৃত্বে একদল লোক দেশীয় অস্ত্র স্বস্ত্রে সজ্জিত হয়ে আঃ আলিমের বাড়ীতে হামলা চালালে আঃ আলিম, আঃ মতিন, ওসমান, সবুজ সহ ৬ জন গুরুতর আহত হয়। আহতরা বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।

মোঃ আল-আমিন হোসেন, শাহজাদপুরঃ উপজেলার বাইদা মাদলা গ্রামে বাড়ীর জায়দা দখলকে কেন্দ্র করে হামলা, ভাংচুরের ঘটনায় উভয় পক্ষের ৬ জন আহত হয়েছে। জানা গেছে, গতকাল সোমবার দুপুরে বাইদামাদলা বিশ্ব রোডের পাশে আঃ আলিমের বাড়ী দির্ঘদিন যাবৎ একই এলাকার সাকোয়াত দখলের পায়তারা করে আসছিলো। এর এক পর্যায়ে গতকাল দুপুরে সাকোয়াত এর নের্তৃত্বে একদল লোক দেশীয় অস্ত্র স্বস্ত্রে সজ্জিত হয়ে আঃ আলিমের বাড়ীতে হামলা চালালে আঃ আলিম, আঃ মতিন, ওসমান, সবুজ সহ ৬ জন গুরুতর আহত হয়। আহতরা বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।