শিবরাত্রী পুঁজা ও নাশকতা রোধে শাহজাদপুরে মঙ্গল শোভাযাত্রা

17.02.15--------3

শাহজাদপুর প্রতিনিধিঃ গতকাল মঙ্গলবার শাহজাদপুর ঋষিপাড়া শিবমন্দিরে শিব রাত্রি পুঁজা উদযাপন করা হয়। এছাড়া নাশকতা রোধে শহরে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। মঙ্গল শোভাযাত্রাটি মন্দির থেকে শুরু হয়ে থানারঘাট করতোয়া নদীর তীরে শেষ হয়। এরপর নদীর ঘাটে নাশকতা রোধে মঙ্গল পুঁজা ও প্রার্থনা করা হয়। এরপর নদী থেকে বিশুদ্ধ গঙ্গা জল পাত্রে ধারণ করে পন্ডপে ফেরা হয়। দিনভর শিব পুঁজা অর্চনা শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরন করা হয়। এ মঙ্গল শোভাযাত্রা পরিচালনা করেন, শিবভক্ত মোহন চন্দ্র দাস। মন্দির কমিটির সকল সদস্য ও ভক্ত বৃন্দ এ শোভাযাত্রা পুঁজা অর্চনায় অংশ নিয়ে দেশ ও জাতির মঙ্গল কামনা করেন এবং সকল ধরনের নাশকতা থেকে সবাইকে বিরত থাকার জন্য প্রার্থনা করেন।

শাহজাদপুর প্রতিনিধিঃ গতকাল মঙ্গলবার শাহজাদপুর ঋষিপাড়া শিবমন্দিরে শিব রাত্রি পুঁজা উদযাপন করা হয়। এছাড়া নাশকতা রোধে শহরে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। মঙ্গল শোভাযাত্রাটি মন্দির থেকে শুরু হয়ে থানারঘাট করতোয়া নদীর তীরে শেষ হয়। এরপর নদীর ঘাটে নাশকতা রোধে মঙ্গল পুঁজা ও প্রার্থনা করা হয়। এরপর নদী থেকে বিশুদ্ধ গঙ্গা জল পাত্রে ধারণ করে পন্ডপে ফেরা হয়। দিনভর শিব পুঁজা অর্চনা শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরন করা হয়। এ মঙ্গল শোভাযাত্রা পরিচালনা করেন, শিবভক্ত মোহন চন্দ্র দাস। মন্দির কমিটির সকল সদস্য ও ভক্ত বৃন্দ এ শোভাযাত্রা পুঁজা অর্চনায় অংশ নিয়ে দেশ ও জাতির মঙ্গল কামনা করেন এবং সকল ধরনের নাশকতা থেকে সবাইকে বিরত থাকার জন্য প্রার্থনা করেন।