পাড়কোলায় ১৬ প্রহর ব্যাপি নামযঙ্গঅনুষ্টান ও অষ্টকালীন লীলাকীর্তন শুরু

2222222

রাম চন্দ্র সাহা মিলন, শাহজাদপুরঃ শাহজাদপুরের পাড়কোলা গ্রামে শ্রীশ্রী কালীমাতার মন্দির অঙ্গনে আজ থেকে ১৬ প্রহর ব্যাপি মহানাম যঙ্গঅনুষ্টান ও অষ্টকালীন লীলাকীর্তন শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার রাত্রে শ্রী মদ্ভগবত গীতা ও শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত পাঠান্তে মঙ্গলঘট স্থাপন করে শুভ অধিবাসের মাধ্যমে অনুষ্টানের শুভ সূচনা করা হয় ।

২০ও ২১ শে ফেব্রয়ারী রোজ শুক্রবার ও শনিবার ২দিন ব্যাপি মহানাম যঙ্গনুষ্টান পরিবেশন করা হবে। নাম কীর্তন পরিবেশন করবেন শ্রী শ্রী রাধা গোবিন্দ সম্প্রাদায় যশোর,মা প্রতিমা সম্প্রাদায় যশোর, রাধা গোবিন্দ সম্প্রাদায় বগুড়া, বলরাম সম্প্রাদায় উল্লাপাড়া, নিত্যানন্দ সম্প্রাদায় সিরাজগঞ্জ, যুগোল কিশোর সম্প্রাদায় পাড়কোলা ।

২২শে ফেব্রয়ারী রবিবার শ্রী শ্রী রাধা গোবিন্দের অষ্টকালীন লীলাকীর্তন অনুষ্টিত হবে । লীরাকীর্তন পরিবেশন করবেন অধ্যাপক মিহ

রাম চন্দ্র সাহা মিলন, শাহজাদপুরঃ শাহজাদপুরের পাড়কোলা গ্রামে শ্রীশ্রী কালীমাতার মন্দির অঙ্গনে আজ থেকে ১৬ প্রহর ব্যাপি মহানাম যঙ্গঅনুষ্টান ও অষ্টকালীন লীলাকীর্তন শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার রাত্রে শ্রী মদ্ভগবত গীতা ও শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত পাঠান্তে মঙ্গলঘট স্থাপন করে শুভ অধিবাসের মাধ্যমে অনুষ্টানের শুভ সূচনা করা হয় । ২০ও ২১ শে ফেব্রয়ারী রোজ শুক্রবার ও শনিবার ২দিন ব্যাপি মহানাম যঙ্গনুষ্টান পরিবেশন করা হবে। নাম কীর্তন পরিবেশন করবেন শ্রী শ্রী রাধা গোবিন্দ সম্প্রাদায় যশোর,মা প্রতিমা সম্প্রাদায় যশোর, রাধা গোবিন্দ সম্প্রাদায় বগুড়া, বলরাম সম্প্রাদায় উল্লাপাড়া, নিত্যানন্দ সম্প্রাদায় সিরাজগঞ্জ, যুগোল কিশোর সম্প্রাদায় পাড়কোলা । ২২শে ফেব্রয়ারী রবিবার শ্রী শ্রী রাধা গোবিন্দের অষ্টকালীন লীলাকীর্তন অনুষ্টিত হবে । লীরাকীর্তন পরিবেশন করবেন অধ্যাপক মিহির কুমার ঘোষ,শ্রী মথুরনাথ সরকার বগুড়া, শ্রী মতি প্রণতী দেবী বগুড়া, শ্রী রুপস কিশোর বর্মন রংপুর প্রমূখ স্বনাম ধন্য কীর্তনীয়া দল । ২৩শে ফেব্রয়ারী সোমবার দুপুরে কুঞ্জভঙ্গ, শ্রী মন্নহাপ্রভুর ভোগ মহোৎসবের মাধ্যমে অনুষ্টানের সমাপ্তি ঘটবে । প্রতিদিন ভক্তদের মাঝে প্রসাদ বিতরন করা হবে ।