
শাহজাদপুর প্রতিনিধিঃ বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতি বাঘাবাড়ী মিল্কভিটায় চাকুরিচুত্যরা চাকুরি পুনর্বহালের দ্বাবিতে অবস্থান ধর্মঘট পালন করছেন।
বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে অবস্থান ধর্মঘট। বৃহস্পতিবার সকালে মিল্কভিটার মুল গেটের সামনে তারা এ অবস্থান করে। জানা গেছে, ২০০৬ সালের নিয়োগ পাওয়ার পর ২০০৭ সালে তত্বাবধায়ক সরকার আসার পর এদের মধ্য থেকে ৭০ জনকে চাকুরিচুত্য করা হয়। পরে চুত্যরা বিভিন্ন আন্দোলনের ডাক দিলে কর্তৃপক্ষের পক্ষ থেকে আশ্বাস দেয়া হলে তারা আন্দোল বন্ধ করে দেয়। এভাবে দির্ঘ সময় পার হলেও চাকুরি পুনর্বহাল করা হয়নি। এনিয়ে পুর্বে ধর্মঘটও হয়েছে। আবার বৃহস্পতিবার শুরু হয়েছে এ অবস্থান। চাকুরিচুত্যরা জানায়, আমাদের চাকুরি পুনর্বহাল না করা হলে আমরা এখানেই বসে থাকবো। আমাদের বুকের উপর দিয়ে মিল্কভিটার গাড়ী ত
শাহজাদপুর প্রতিনিধিঃ বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতি বাঘাবাড়ী মিল্কভিটায় চাকুরিচুত্যরা চাকুরি পুনর্বহালের দ্বাবিতে অবস্থান ধর্মঘট পালন করছেন।
বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে অবস্থান ধর্মঘট। বৃহস্পতিবার সকালে মিল্কভিটার মুল গেটের সামনে তারা এ অবস্থান করে। জানা গেছে, ২০০৬ সালের নিয়োগ পাওয়ার পর ২০০৭ সালে তত্বাবধায়ক সরকার আসার পর এদের মধ্য থেকে ৭০ জনকে চাকুরিচুত্য করা হয়। পরে চুত্যরা বিভিন্ন আন্দোলনের ডাক দিলে কর্তৃপক্ষের পক্ষ থেকে আশ্বাস দেয়া হলে তারা আন্দোল বন্ধ করে দেয়। এভাবে দির্ঘ সময় পার হলেও চাকুরি পুনর্বহাল করা হয়নি। এনিয়ে পুর্বে ধর্মঘটও হয়েছে। আবার বৃহস্পতিবার শুরু হয়েছে এ অবস্থান। চাকুরিচুত্যরা জানায়, আমাদের চাকুরি পুনর্বহাল না করা হলে আমরা এখানেই বসে থাকবো। আমাদের বুকের উপর দিয়ে মিল্কভিটার গাড়ী তুলে দিলেও আমরা এ অবস্থান থেকে উঠবোনা।
এদিকে মুল গেটের সামনে অবস্থানের কারনে মিল্কভিটার বেশ কয়েকটি গাড়ী প্রবেশ করতে না পাড়ায় রাস্তায় দাড়িয়ে থাকতে দেখা গেছে।