উল্লাপাড়ায় ট্রাকে হামলা পুলিশের গুলি

চন্দন কুমার আচার্য, সিরাজগঞ্জ (উল্লাপাড়া) প্রতিনিধিঃ শুক্রবার রাত ২টার দিকে বগুড়া-নগরবাড়ী মহাসড়কে উল্লাপাড়া উপজেলার র্ভূতগাছা গ্রামের পাশে একটি মাল-বোঝাই ট্রাকে হামলা চালায় অবরোধকারিরা। এ সময় অবরোধকারিদের ছোঁড়া ইট-পাটকেলে ট্রাকটির সামনের কাচ ভেঙ্গে যায় এবং তারা ট্রাকে পেট্রোল বোমা ছোঁড়ার চেষ্টা করে। খবর পেয়ে রাস্তায় টহলরত পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়লে হামলাকারিরা পালিয়ে যায়।

উল্লাপাড়ার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল হুদা এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

চন্দন কুমার আচার্য, সিরাজগঞ্জ (উল্লাপাড়া) প্রতিনিধিঃ শুক্রবার রাত ২টার দিকে বগুড়া-নগরবাড়ী মহাসড়কে উল্লাপাড়া উপজেলার র্ভূতগাছা গ্রামের পাশে একটি মাল-বোঝাই ট্রাকে হামলা চালায় অবরোধকারিরা। এ সময় অবরোধকারিদের ছোঁড়া ইট-পাটকেলে ট্রাকটির সামনের কাচ ভেঙ্গে যায় এবং তারা ট্রাকে পেট্রোল বোমা ছোঁড়ার চেষ্টা করে। খবর পেয়ে রাস্তায় টহলরত পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়লে হামলাকারিরা পালিয়ে যায়। উল্লাপাড়ার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল হুদা এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।