শেষ আটে বাংলাদেশ, বলার রুবেলের কারুকার্য বেলকুচিতে রঙের খেলা ও আনন্দ মিছিল
editor@shahzadpursangbad.com
বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি : গত মঙ্গলবার সকাল থেকেই শুরু হয়েছে সিরাজগঞ্জের বেলকুচিতে রং এর খেলা ও আনন্দ মিছিল হয়েছে। বেলকুচির পৌর এলাকায় ওয়াপদা রোড থেকে শুরু করে স্কুল কলেজের প্রাইভেট পড়–য়া ছাত্র-ছাত্রীরা রং মাখা ও আনন্দ মিছিল করে। সবার মুখে রং কারণ দারুন খুশি, শেষ আটে ইংল্যান্ডকে হারিয়ে বাংলাদেশ এক দুর্দান্ত ও রুদ্ধশ্বাস ম্যাচে বাংলাদেশ গুড়িয়ে দিলে ইংল্যান্ডকে। বেলকুচিতে ক্রিকেট প্রেমিরা ধন্যবাদ জানায়, বলার রুবেলকে। সবার মুখে একই কথা, শেষ দুই ওভারে যদি রুবেল বলের কারুকার্য না দেখাতো তাহলে ইংল্যান্ডের নিশ্চিত জয় ছিল। কিন্তু ইংলিশদের সেই পুরুন করতে দেয় নাই। স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা প্রাইভেট না পড়ে শুধু ক্রিকেট নিয়েই আলোচনা করে যাচ্ছে। ক্রিকেট প্রেমিরা বলার রুবেল এর ভুয়শি প্রশংসা করে।