পরকীয়ার জের শাহ্জাদপুরে স্বামী ও দুই শিশু সন্তানকে খাদ্যে বিষ মিশিয়ে হত্যার চেষ্টা

শাহ্জাদপুর প্রতিনিধি :- গতকাল মঙ্গলবার দুপুরে শাজাদপুর উপজেলার উল্টাডাব দক্ষিনপাড়া গ্রামে পরকীয়া প্রেমিকের সহায়তায় স্বামী ও দুই শিশু সন্তান কে খাদ্যে বিষ মিশিয়ে হত্যার চেষ্টা ব্যার্থ হয়েছে । এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায় উল্টাডাব গ্রামের নবাব আলীর স্ত্রী দুই সন্তানের জননী ফাতেমা খাতুন (৩০) পাশেরবাড়ীর জয়নাল আবেদীন বাকার ছেলে ছাকাত (৩২) সাথে দুই বছর আগে পরকীয়ার সম্পর্ক প্রকাশ হলে স্বামী সন্তান কে ফেলে ঢাকায় চলে যায়। বহু চেষ্টা করেও নবাব তাকে ফেরত আনতে না পেরে রেখা খাতুন (২৫) কে বিয়ে করে সুখে সংসার করে আসছিল। এর মধ্যে ফাতেমা খাতুন এলাকায় ফিরে এসে তার পরকিয়া প্রেমিক ছাকাতের সাথে যোগসাজসে স্বামী ও দুই সন্তানকে হত্যার পরিকল্পনা করে। এরই অংশ হিসেবে ফাতেমা তরল জাতীয় বিশ এর বোতল ছাকাতের কাছে পৌছে দেয়। ছাকাত এদিন সবার আড়ালে ঘরে ঢুকে রান্না করা ভাত ও তরকারিতে তরল বিষ মিশানোর সময় নবাব আলীর দুই শিশু সন্তান দ্বিতীয় শ্রেণীতে পড়–য়া হাসান (১০) ও হোসেন (৯) স্কুল থেকে বাড়ী ফিরে বিষয়টি দেখতে পায়। এসময় তারা ছাকাত কে খাদ্যে কি মিশানো হয়েছে তা জানতে চায়ইলে কৌশলে কেটে পরেন। এরপর নবাব আলী বাড়ী ফির