চন্দন কুমার আচার্য :-বিশ্বকাপে টাইগারদের জয়ে সিরাজগঞ্জে বিএনপি আনন্দ মিছিল করেছে। মঙ্গলবার বিকেলে সিরাজগঞ্জ সদর, তাড়াশ, রায়গঞ্জ, এনায়েতপুর ও বেলকুচিতে বিএনপি-ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা মিছিল করেন।
বিকেল সাড়ে ৫টায় জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মিলন হক রঞ্জু ও সিরাজগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজের নেতৃত্বে ইসলামিয়া কলেজ এবং গোসালা রোডে আনন্দ মিছিল করা হয়।
একই সময়ে তাড়াশ উপজেলা বিএনপি কার্যালয় থেকে টাইগারদের অভিনন্দন জানিয়ে আরো একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি বাসস্ট্যান্ড ও থানা এলাকা প্রদর্শন শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সরদার আফসার উদ্দিন, সাংগঠনিক সম্পাদক খন্দকার আব্দুর বারিক, বিএনপি নেতা অধ্যাপক রায়হান, যুবদলের সভাপতি আমিনুর রহমান টুটুল,
অপরদিকে, টাইগারদের বিজয়ে