তাড়াশে ভ্রাম্যমান আদালতে ৩ মাদক সেবীর কারাদন্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি :-সিরাজগঞ্জের তাড়াশে ৩জন মাদকসেবীকে ৬ মাসের কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। তাড়াশ থানার এসআই এবি সিদ্দিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তালম ইউনিয়নের খোদবাড়ি গ্রামের জগেন্দ্র নাথ মাহাতোর দুই ছেলে মিলন মাহাতো (৩০), লিটন মাহাতো (২৮) ও সদানন্দ মাহাতোর ছেলে বিশ্বজিত মাহাতো (৩২)কে দেশীয় চোলাই মদসহ মাতাল অবস্থায় গ্রেফতার করা হয়। পরে বুধবার তাদেরকে তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহি ম্যজিষ্ট্রেট জিল্লুর রহমান খানের ভ্রাম্যমান আদালতে হাজির করলে মাদক সেবনের দায়ে ৩জনকে ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়।