কাজীপুরে নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা

সিরাজগঞ্জ প্রতিনিধি :-সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ শূণ্য ঘোষণা করা হয়েছে। কাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিউল ইসলাম সকালে এ ঘোষণা প্রদান করেন। স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব শরীফা আহমেদ স্বাক্ষরিত এক পত্র বলে এই ঘোষণা প্রদান করেন বলে উপজেলা নির্বাহি কর্মকর্তা জানান। স্থাণীয় সরকার এর ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এর (৩৯) ধারামতে এই আদেশ জারি করা হয়েছে। উল্লেখ্য, ঐ পরিষদের ১২ জন সদস্য নির্বাচিত চেয়ারম্যান তোজাম্মেল হক সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনলে দীর্ঘ শুনানী শেষে এই আদেশ জারী করা হয়েছে বলে জানা গেছে।