সিরাজগঞ্জে গণতন্ত্রমুক্তির দাবিতে ছাত্র শিবিবের মিছিল

7- Picture

সিরাজগঞ্জ প্রতিনিধি :- “গণতন্ত্র মুক্তি পাক” সাঈদীর মুক্তি চাই ইত্যাদি বুকে লিখে বুকের সাথে নিয়ে সিরাজগঞ্জ শহরে মিছিল করেছে ছাত্র শিবিরের নেতাকর্মীরা। বুধবার সকালে শহর শিবির সেক্রেটারী সাইফুদ্দিন স্বাধীনের নেতৃত্বে মিছিলটি শহরের জাহানারা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে বের হয়ে এস,বি ফজলুল হক রোডের প্রদর্শন করে জেলা শিক্ষা অফিসের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে আরও উপস্থিত ছিলেন শিবির নেতা মঞ্জুরুল হক, শাহাদৎ হোসেন, জাহিদুল ইসলাম, রমজান শেখ, তাওহীদুল ইসলাম, আমিনুল ইসলাম সহ অন্রান্য ছাত্র শিবিরের নেতাকর্মীরা। “গণতন্ত্র মুক্তিপাক” সাঈদীর মুক্তির দাবী সহ হরতাল সমর্থনে শ্লোগান দেওয়া হয়। পুলিশ আসার আগেই মিছিলকারীরা দ্রুত স্থান ত্যাগ করে চলে যায়।