বঙ্গবন্ধুর ৯৬ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে বেলকুচিতে আনন্দ শোভাযাত্রা

বেলকুচি, (সিরাজগঞ্জ) প্রতিনিধি ঃজাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মবার্র্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বেলকুচিতে বিশাল আনন্দ শোভাযাত্রা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেছে।
শোভাযাত্রাটি মঙ্গলবার সকাল ৮টায় বেলকুচি উপজেলা চত্বর থেকে শুরু করে বেলকুচি ডিগ্রী কলেজে গিয়ে শেষ হয়। উক্ত শোভাযাত্রায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রহমান, উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া, উপজেলা আওয়ামী লীগ সভাপতি একেএম ইউসুফজী খান, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক আব্দুল খালেক, সদস্য আব্দুল মালেক তালুকদার, বেলকুচি থানার ওসি তদন্ত খাজা গোলাম কিবরিয়া, এসআই আবুল কালাম আজাদ, আইবুল হক, উপজেলা ছাত্রলীগের সভাপতি শামীম হোসেন, জেলা ছাত্রলীগের সহ সভাপতি ও বেলকুচি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুল হক রেজা, প্রচার সম্পাদক ইসমাইল হোসেন, ছাত্র নেতা আশরাফুল ইসলাম সহ যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ ও স্কুল কলেজের ছাত্রছাত্রীরা।