বুধবার উল্লাপাড়ায় বারুণী স্নান উৎসব

উল্লাপাড়া প্রতিনিধি :- বুধবার উল্লাপাড়ায় করতোয়া নদী পাড়ে কোনাবাড়ি ও এনায়েতপুর গ্রামে হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বারুণী স্নান উৎসব অনুষ্ঠিত হবে। প্রতিবছর চৈত্র মাসের কৃষ্ণ পক্ষের ত্রয়োদশী তিথিতে এই স্নান উৎসব অনুষ্ঠিত হয়ে থাকে। আজ শত শত নারী-পুরুষ সকাল থেকে করতোয়া নদীতে স্নান সেরে শ্রী বিষ্ণু সৃষ্ট গঙ্গা দেবীর উদ্দেশ্যে অর্ঘ প্রদান করে নিজেরা পবিত্র হবেন এবং স্রষ্টার আর্শীবাদ লাভ করবেন।
বারুণী স্নান উৎসব বাস্তবায়ন কমিটির সভাপতি চিত্ত রঞ্জন বর্মণ জানান, বারুণী স্নান উপলক্ষে উল্লিখিত দু’টি স্থানে মেলা বসবে। সকাল থেকে সন্ধ্যা অবধি চলবে এই মেলা। উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে এই স্নান উৎসবে যোগ দিতে বহু ধর্মপ্রাণ মানুষ এখানে আসবেন। উৎসবের নিরাপত্তা বিধানে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ মোতায়েনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে চিত্ত রঞ্জন উল্লেখ করেন।