উল্লাপাড়ায় বঙ্গবুন্ধর জন্ম দিবস উদযাপন

চন্দন কুমার আচার্যঃ মঙ্গলবার উল্লাপাড়ায় জাতির পিতা বঙ্গবুন্ধ শেখ মুজিবুর রহমান এর জন্ম দিবস উদযাপন উপলক্ষে উল্লাপাড়ায় এক বর্ণাঢ্য শোভা যাত্রা বের করা হয়। উপজেলা প্রশাসন এ শোভা যাত্রার আয়োজন করে। উপজেলা পরিষদ চত্ত্বরে ইউএনও মোহাম্মদ শামীম আলম শোভা যাত্রার উদ্বোধন করেন। স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫ হাজারেরও বেশি শিক্ষার্থী শিক্ষক এতে অংশ নেন। এ উপলক্ষে উল্লাপাড়া সানফ্লাওয়ার স্কুলে শিশুদের জন্য চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।