সড়ক দূর্ঘটনায় বেলকুচিতে একই পরিবারের ২জনের মৃত্যু, গ্রামে শোকের মাতম
editor@shahzadpursangbad.com
বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার শোলাকুড়া গ্রামের মন্টু চন্দ্র সরকারের কন্যা আতশি (৮),সুনতি(১২), নারায়ন চন্দ্র সরকারের স্ত্রী দুলু রানী সরকার (৬০), নারায়ন চন্দ্র সরকারের স্ত্রী সুর্যবালা সরকার (৪৫), রবীন্দ্র নাথ সরকারের স্ত্রী রঞ্জনা বালা (৩৫) গুরুতর ভাবে আহত অবস্থায় গত মঙ্গলবার বগুড়া জিয়াউর রহমান মেডিকেলে কলেজ এন্ড হাসপাতালে ভর্তি হয়। গত বুধবার মৃত্যু ঘটে অজিত কুমার সরকারের। গত বৃহস্পতিবার রাত্রি থেকেই আতশি ও দুলু রানী সরকারের অবস্থা অবনতি ঘটে এবং ভোরের দিকে আতশি (৮) ও দুলু রানী সরকার (৬০) এর মৃত্যু বরণ করে। বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল থেকে বেলকুচিতে লাশ এসে পৌছায় শুক্রবার এবং তাদের সৎকার করা হয়। শোলাকুড়া গ্রামের আতশির বাবা মন্টু চন্দ্র সরকার শোকাহত অবস্থায় বলেন অর্থ খরচ করেও কন্যাকে বাঁচাতে পারলাম না, স্ত্রী-কন্যা উভয়ই আমাকে ছেড়ে চলে গেল। তার আরেক কন্যা সুনতিও এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। মোট ৪জন মৃত্যুবরণ করে। শোলা গ্রামের সবাই এখন মর্মাহত ও শোকাহত। উল্লেখ্য, গত রবিবার ৩০শে ফাল্গুন শোলাকুড়া গ্রামের শুকুমার সরকারে কন্যা শুক্লা রানী সরক