

শাহজাদপুর প্রতিনিধি : শাহজাদপুরে সড়ক দূর্ঘটনায় ১ ব্যক্তি নিহত ও চালকসহ প্রায় ২০ ব্যক্তি আহত হয়েছে। গুরুতর আহতদের মধ্যে রয়েছেন আঃ জলিল (৪০), পিতা-লোকমান সাং –নলুয়া, বেলাল (৪৫) পিতা- জালাল, সাং উপজেলার বিলকলমি, পাবনার সুজানগরের মোস্তফা কামাল, মামুন, সাং উপজেলা কোয়াটার, আমির হামজা (১৮) পিতা- আঃ কাদের, গ্রাম সেলুুন্দা, বিল্লাল, পিতা- বাবু, সাং রুপবাটি, ইয়াসিন সরকার, পিতা- ইসমাইল সরকার, সাং শ্রীফলতলা। এরা হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ২৩ ম
শাহজাদপুর প্রতিনিধি : শাহজাদপুরে সড়ক দূর্ঘটনায় ১ ব্যক্তি নিহত ও চালকসহ প্রায় ২০ ব্যক্তি আহত হয়েছে। গুরুতর আহতদের মধ্যে রয়েছেন আঃ জলিল (৪০), পিতা-লোকমান সাং –নলুয়া, বেলাল (৪৫) পিতা- জালাল, সাং উপজেলার বিলকলমি, পাবনার সুজানগরের মোস্তফা কামাল, মামুন, সাং উপজেলা কোয়াটার, আমির হামজা (১৮) পিতা- আঃ কাদের, গ্রাম সেলুুন্দা, বিল্লাল, পিতা- বাবু, সাং রুপবাটি, ইয়াসিন সরকার, পিতা- ইসমাইল সরকার, সাং শ্রীফলতলা। এরা হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ২৩ মার্চ সোমবার সকাল সাড়ে আটার পৌর সদরের দিলরূবা বাসষ্ট্যান্ড এলাকায় এ দূর্ঘটনা ঘটে। এখন পর্যন্ত নিহত ব্যাক্তির পরিচয় মেলেনি। আহতদের উদ্ধার করে ১০ জন পোতাজিয়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স সহ অন্যান্য হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বগুড়া রংপুর গামী থ্রিষ্টার পরিবহনের মিন্টু পাবনা-ট-১১-০০৭৮ কোচ গাড়ীটি স্ট্যান্টে দাঁড়িয়ে থাকা তিনিটি সিএনজি চালিত গাড়ীকে ধাক্কা দিলে গাড়ী ৩টি ভেঙ্গে চুড়মার হয়ে যায়। এ সময় ঘটনাস্থলেই একজনের মৃত্যু ঘটে। ঘটনাস্থলে গাড়ীর চালক যাত্রী সহ আশেপাশের উপস্থিত লোকজন মারাত্নক আহত হয়।