নানা অব্যবস্থাপণায় চলছে পাবনা সেচ প্রকল্প

পাবনা প্রতিনিধি :-নানা অব্যবস্থাপণার মধ্যদিয়ে চালু রয়েছে পবনা সেচ প্রকল্প। অবহেলা ও অনিয়মের কারণে সেচ প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে শংকিত হয়ে পড়েছে কৃলাকার কৃষকেরা। এলাকার কৃষিক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তনের জন্য ১৯৯২ সালে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) এর অর্থয়ণে ৩৮৪ কোটি টাকা ব্যায়ে পাবনা সেচ প্রকল্পটি চালু হয়েছিল। এ জন্য বেড়া উপজেলার বৃশালিখায় হুরাসাগর নদের পাড়ে পানি তোলার জন্য এবং নাকালিয়া কৈটোলায় যমুনা নদীর পাড়ে পানি নিস্কাশনের জন্য নির্মান করা হয় দুটি শক্তিশালি পাম্প ষ্টেশন। এ ছাড়াও নির্মান করা হয় অসংখ্য সেচখাল, নিস্কাশন খাল, বণ্যনিয়ন্ত্রণ বাঁধ ও জলকপাট(স্রুইচগেট), কালভার্টসিহ বিভিন্ন অবকাঠাসমা। প্রথম পর্যায়ে লক্ষ্য ছিল পাবনার সাড়ে ১৮ হাজার হেক্টর জমি সেচ প্রদান ও বন্যামুক্ত করা। পরে লক্ষ্য ধরা হয় পাবনার নয়টি, নাটোরের দুটি ও সিরাজগঞ্জের একটি উপজেলার ১ লাখ ৮৪ হাজার হেক্টর জমিকে প্রকল্পের অন্তর্ভুক্ত করা। কিন্তু শুরুতেই হোঁচট খায় প্রকল্পটি। সাড়ে ১৮ হাজার হেক্টর জমির পরিবর্তে পাঁচ হাজার হেক্টর জমিতে সেচ দেওয়ার মাধ্যমে যাত্রা শুরু করে এটি। এরপর সেচের জমি বৃদ্ধি পাওয়া তো দূরের কথা, উল্টো ক