সিরাজগঞ্জ প্রতিনিধি : দলীয় গঠনতন্ত্র, শৃঙ্খলা পরিপন্থী ও রাজনৈতিক প্রতিবন্ধকতার অভিযোগ এনে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শহিদুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। গত শনিবার সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়, ‘২০১৪ সালের ২৮ ডিসেম্বর সর্বসম্মতিক্রমে ৪৭ সদস্যবিশিষ্ট উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটি গঠন করা হলেও আহ্বায়ক দলীয় গঠনতন্ত্র ও শৃঙ্খলার তোয়াক্কা না করে দলীয় কর্মকাণ্ড পরিচালনা করেন। ফলে দলে স্থবিরতা দেখা দেয়। আহ্বায়ক কমিটি গঠন করা হলেও শহিদুল ইসলাম নিজেকে সভাপতি ও আহ্বায়ক কমিটির অপর সদস্য গোলাম মোস্তফাকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক উল্লেখ করে বিভিন্ন ইউনিয়ন কমিটিকে চিঠি দিয়েছেন। ৮ মার্চ এ দুজনের স্বাক্ষরিত একটি পত্র জেলা কমিটির দৃষ্টিগোচর হয়েছে। এই কার্যকলাপ দলীয় গঠনতন্ত্র ও শৃঙ্খলা পরিপন্থী হওয়ায় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে কেন দলীয় গঠনতন্ত্র মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে না, আগামী ১০ দিনের মধ্যে কারণ দর্শানোর জন্য নোটিশ দেয়া হয়েছে।
জানাযায়,