বেলকুচিতে যৌতুক মামলার আসামী গ্রেফতার

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ঃ যৌথ  অভিচান চালিয়ে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার পার সগুনা গ্রামের মজিবর রহমানের পুত্র নজরুল ইসলাম (৪০) কে গ্রেফতার করে বেলকুচি থানা পুলিশ। বেলকুচি থানার পুলিশ সূত্রে জানা যায়, নজরুল ইসলাম (৪০) বেশ কিছু দিন যাবত যৌতুকের জন্য তার স্ত্রী মুক্তা খাতুন ও পরিবারকে কে চাপ দিয়ে আসছিল। স্ত্রী যৌতুক দিতে অস্বীকৃতি জানালে গত বৃহস্পতিবার স্ত্রী মুক্তা খাতুন গত বৃহস্পতিবার বেদম মারধর করে। এরই প্রেক্ষিতে ঐ দিনই তার মেয়ের বাবা একই গ্রামের মোতালেব হোসেন মেয়ের জামতা সহ পরিবারের লোকজনের বিরুদ্ধে বেলকুচি থানা মামলা দায়ের করে । আসামী নজরুল ইসলাম (৪০) কে গ্রেফতার করে গত মঙ্গলবার জেলহাজতে প্রেরণ করে। বেলকুচি থানার ওসি আনিসুর রহমান এর সত্যতা স্বীকার করেন।