-এনায়েতপুর কিন্ডার গার্টেন এসোসিয়েশন উদ্যোগে ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ঃ ছাত্র-ছাত্রীদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার লক্ষ্যে গতকাল শনিবার বেলকুচি-এনায়েতপুর কিন্ডার গার্টেন এসোসিয়েশনের উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে ২৮টি কিন্ডার গার্টেন এর ৩০১জন ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে তামাই মডেল একাডেমীর অধ্যক্ষ আঃ ছবুর খানের সঞ্চলনে এসোসিয়েশনের সভাপতি আমিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে মন্ত্রী, জেলা পরিষদের প্রশাসক, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ আব্দুল লতিফ বিশ্বাস। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ইউসুফজী খান, উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী আকন্দ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রহমান প্রমুখ। এছাড়াও ২৮টি কিন্ডার গার্টেনের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।