উল্লাপাড়ায় সন্ত্রাসী হামলা ৬টি বাড়ি দোকান ভাংচুর আহত- ৭

চন্দন কুমার আচার্য : স্বামীকে জুয়া খেলায় বাধা দেওয়ার ঘটনার জের ধরে উল্লাপাড়া উপজেলার সলপ গ্রামের মধ্যপাড়ায় ৬টি বাড়ি-ঘর, দোকান ভাংচুর ও লুটপাট করে। এ সময় ৭ ব্যক্তি আহত হন। আহতদের মধ্যে রিনা নামের এক গৃহবধুকে গুরুতর অবস্থায় সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে উল্লাপাড়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। সলপ গ্রামবাসী ও পুলিশ সুত্রে জানা গেছে, উপজেলার মাটিকোড়া গ্রামের আব্দুস সাত্তারের বখাটে ছেলে মাসুদ ৩ বছর আগে সলপ গ্রামের আবু বক্কারের মেয়ে সনিয়াকে বিয়ে করে। মাসুদ জুয়া খেলাসহ অসামাজিক কাজে লিপ্ত থাকায় সনিয়া তাকে বাধা দিলে প্রায়শই সনিয়াকে মারধর করতো মাসুদ। নিরুপায় হয়ে সনিয়া কিছুদিন আগে তার বাবার বাড়ি চলে যায়। গতকাল শুক্রবার মাসুদ তার স্ত্রী সনিয়াকে বাড়ি ফিরিয়ে আনতে গেলে সনিয়ার বাবা বক্কার তাতে রাজী হয়নি। ফলে মাসুদ বাড়ি ফিরে তার দলের ৩০/৪০ জন যুবককে লাঠিসোটাসহ নিয়ে গিয়ে রাত ৮টার দিকে সলপ গ্রামে তার শ্বশুরবাড়িসহ পাশ্ববর্তী বাড়িতে হামলা চালায়। এ সময় তারা আবু বক্কার, বাবু মিয়া, লাবু ইসলাম, জাহিদুল, সেলিম ও শাহ আলমের বাড়িঘর ভাংচুর করে এবং রিনা নামের এক গৃহবধুর