হাসিব বিন আব্দুল হাই ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে

11096696_817793201601249_423109591700346715_n

শাহজাদপুর সংবাদ ডটকম : রংধনু কিন্ডার গার্টেন এন্ড মডেল হাইস্কুল এর ছাত্র হাসিব বিন আব্দুল হাই পিএসপি পরীক্ষার ফলাফলে ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে । সে শাহজাদপুর থানার ওসি (তদন্ত) আব্দুল হাই এর পুত্র। যোগ্য পিতার যোগ্য পুত্র হিসেবে সে সকলের দোয়া প্রার্থী। সকলের প্রিয় এ পুলিশ কর্মকর্তার প্রতি শাহজাদপুরের জনমানুষের ভালোবাসা ও গভীরতম আস্থা রয়েছে।শাহজাদপুরের অতীত ইতিহাসে এমনটা পরিলক্ষিত হয়নি।কর্মগুনে তিনি মহান।

শাহজাদপুর সংবাদ ডটকম : রংধনু কিন্ডার গার্টেন এন্ড মডেল হাইস্কুল এর ছাত্র হাসিব বিন আব্দুল হাই পিএসপি পরীক্ষার ফলাফলে ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে । সে শাহজাদপুর থানার ওসি (তদন্ত) আব্দুল হাই এর পুত্র। যোগ্য পিতার যোগ্য পুত্র হিসেবে সে সকলের দোয়া প্রার্থী। সকলের প্রিয় এ পুলিশ কর্মকর্তার প্রতি শাহজাদপুরের জনমানুষের ভালোবাসা ও গভীরতম আস্থা রয়েছে।শাহজাদপুরের অতীত ইতিহাসে এমনটা পরিলক্ষিত হয়নি।কর্মগুনে তিনি মহান। ঐ পুলিশ কর্মকর্তার খারাপ সমালোচনা শোনা যায়নি। তাই ভালোকে ভালো বলেই প্রশংসা করা হলো শাহজাদপুর সংবাদ ডটকমের পক্ষ থেকে।ব্যক্তি জীবনে ছোট খাটো সফলতা আব্দুল হাই এর থাকলেও ছেলে বৃত্তি পাওয়ায় স্বপরিবারে তাঁরা খুব আনন্দ পেয়েছেন এমনটাই জানাগেছে।