মশার দখলে শাহজাদপুর পৌর শহর

Mosaশাহজাদপুর সংবাদ : শাহজাদপুর পৌর শহর এখন মশাদের দখলে। নোংড়া ময়লা আবর্জনায় পরিবেষ্টিত এ শহর যেন মশা বংশবৃদ্ধির র্তীথস্থান। রাতের প্রথম প্রহরে প্রচন্ড গরম আর শেষরাতের ঠান্ডা আর মশার কামড়ে নানা রোগে আক্রান্ত হচ্ছে শহরের নানা বয়সী মানুষেরা । এর মধ্যে শিশুদের আক্রান্তের সংখ্যা বেশী। স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকগুলোতে ক্রমাগত রোগীর ভীড় বাড়ছে। মশা নিধন ও আবর্জনা পরিস্খারের যথেষ্ট ব্যবস্থা না থাকার কারনে নানা সমস্যা সংকটে ভুগছে পৌরবাসী।

শাহজাদপুর সংবাদ : শাহজাদপুর পৌর শহর এখন মশাদের দখলে। নোংড়া ময়লা আবর্জনায় পরিবেষ্টিত এ শহর যেন মশা বংশবৃদ্ধির র্তীথস্থান। রাতের প্রথম প্রহরে প্রচন্ড গরম আর শেষরাতের ঠান্ডা আর মশার কামড়ে নানা রোগে আক্রান্ত হচ্ছে শহরের নানা বয়সী মানুষেরা । এর মধ্যে শিশুদের আক্রান্তের সংখ্যা বেশী। স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকগুলোতে ক্রমাগত রোগীর ভীড় বাড়ছে। মশা নিধন ও আবর্জনা পরিস্খারের যথেষ্ট ব্যবস্থা না থাকার কারনে নানা সমস্যা সংকটে ভুগছে পৌরবাসী।