বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ কৃষি জমি পতিত না রেখে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় এ বছর প্রায় ৭৭৪০ হেক্টর জমিতে ইরি-বোরোধান চাষাবাদ করা হয়েছে। বেলকুচি উপজেলার ১নং বেলকুচি ইউনিয়ন, ২নং রাজাপুর ইউনিয়ন, ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়ন, ৪নং দৌলতপুর ইউনিয়ন, ৫নং ধুকুরিয়া বেড়া ইউনিয়নে ইরি বোরো চাষ করা হয়েছে। এর মধ্যে ৫নং ধুকুরিয়া বেড়া ইউনিয়নে সবচাইতে ইরি-বোরো চাষ করা হয় বেশী। তা ছাড়াও অত্র ইউনিয়নের সগুনা, জোকনালা, ভুতিয়া পাড়া, ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নের বানিয়াগাতি, উত্তর বানিয়াগাঁতী, দক্ষিন বানিয়াগাঁতী ইউনিয়নের মৌসুমী সবজি আবাদের পর পরই ইরি বোরো চাষ করা হয়। ধুকুরিয়া বেড়া ইউনিয়নের কৃষক লুৎফর রহমান বলেন, সঠিক সময়ে সার ও কীটনাশ নাশক জমিতে ব্যবহার করতে সমর্থ হলেও চৈত্রের দাবদাহে কৃষকদের অস্বিস্থিতে ফেলেছে। এখন পর্যন্ত মৌসুমী বৃষ্টির দেখা মেলেনি। এ ব্যাপারে বেলকুচি উপজেলার কৃষি কর্মকর্তা শাহাদত হোসেন সিদ্দিকী ও বিপিও এবি এম নূরল হক জানান, এ বৎসর বেলকুচি উপজেলায় ৭৭৪০ হেক্টর জমিতে ইরি-বোরো চাষ করা করা হয়েছে। প্রকৃতি সহায়ক হলে প্রায় ২৯.৫২৬ মেট্রিকটন সোনালী ধান উৎপাদন হবে। তবে প্রয়োজন মৌসুমী বৃষ্টির। যদি কোন প্রাকৃত