উল্লাপাড়ায় ট্রাকের চাপায় এক স্কুল শিক্ষক নিহত

চন্দন কুমার আচার্য : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মঙ্গলবার সকাল ৮টার দিকে বগুড়া-নগরবাড়ি মহাসড়কে উল্লাপাড়া উপজেলার সরকারি আকবর আলী কলেজের পাশে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আমির হোসেন (৬২) নামের অবসরপ্রাপ্ত এক স্কুল শিক্ষক মারা গেছেন। তিনি উল্লাপাড়া পৌরসভার কলেজপাড়ার মৃত গোলজার শেখের ছেলে। নিহত পরিবার সূত্রে জানা গেছে, ঘটনার সময় আমির একটি ভ্যানে করে পুরান বাসষ্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। এ সময় ঘাতক ট্রাকটি পিছন থেকে ধাক্কা দিলে আমির রাস্তার উপর পড়ে যান এবং ট্রাকটি তাকে চাপা দিয়ে চলে যায়। এ ব্যাপারে উল্লাপাড়া থানায় একটি মামলা হয়েছে।