শাহজাদপুরে তফশীল ঘোষণার আগেই ইউপি নির্বাচনে প্রার্থীদের আগাম প্রস্তুতি

PHOTO- 04
শাহজাদপুর প্রতিনিধিঃ শাহজাদপুরে তফশীল ঘোষণার আগেই প্রার্থীদের আগাম প্রস্তুতির নানা পদক্ষেপ শুরু হয়েছে। এর অংশ হিসেবে গত ৩০ মার্চ গালা ইউনিয়ন আওয়ামীলীগের এক সভা অনুষ্ঠিত হয়। ঐ সভার সিদ্ধান্ত মোতাবেক শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন পরিষদ নির্বাচনে গালা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল হোসেনকে আওয়ামীলীগের একক প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। উপজেলার গালা ইউনিয়নের বর্ণিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে গালা ইউনিয়ন আওয়ামীলীগের সভা অনুষ্ঠিত হয়। প্রবীন আওয়ামীলীগ নেতা আলহাজ্ব আবু হায়াত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন, গালা ইউপি আওয়ামীলীগের সহ-সভাপতি বীর বাহাদুর থাপা, সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তফা আবু জাফর, মোকছেদ আলম, নজির হোসেন মাস্টার, ইউপি আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম, আব্দুল হান্নান, ইয়াকুব আলী, ছায়ে

শাহজাদপুর প্রতিনিধিঃ শাহজাদপুরে তফশীল ঘোষণার আগেই প্রার্থীদের আগাম প্রস্তুতির নানা পদক্ষেপ শুরু হয়েছে। এর অংশ হিসেবে গত ৩০ মার্চ গালা ইউনিয়ন আওয়ামীলীগের এক সভা অনুষ্ঠিত হয়। ঐ সভার সিদ্ধান্ত মোতাবেক শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন পরিষদ নির্বাচনে গালা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল হোসেনকে আওয়ামীলীগের একক প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। উপজেলার গালা ইউনিয়নের বর্ণিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে গালা ইউনিয়ন আওয়ামীলীগের সভা অনুষ্ঠিত হয়। প্রবীন আওয়ামীলীগ নেতা আলহাজ্ব আবু হায়াত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন, গালা ইউপি আওয়ামীলীগের সহ-সভাপতি বীর বাহাদুর থাপা, সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তফা আবু জাফর, মোকছেদ আলম, নজির হোসেন মাস্টার, ইউপি আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম, আব্দুল হান্নান, ইয়াকুব আলী, ছায়েম আলী, ডা. নজরুল ইসলাম, জিয়াউল হকসহ গালা ইউপি’র ৯ ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক ও ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ। এ সভায় ২০ দলীয় জোটের নাশকতার বিরুদ্ধে প্রতিবাদ ও শান্তি প্রতিষ্ঠার জোর দাবি জানানো হয়। এলাকাবাসী জানায়, তফশীল ঘোষণা না হলেও শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়নের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়েছে। একক প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন পেতে সম্ভাব্য প্রার্থীরা দলীয় হাই কমান্ডে জোর তদবির চালিয়ে যাচ্ছে। আবার অনেক সম্ভাব্য প্রার্থী নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এলাকার মুরুব্বিয়ানদের সাথে কুশোল বিনিময়ের পাশাপাশি দোয়া ও সমর্থন কামনা করছে। ফলে গালা ইউনিয়নবাসীর মধ্যে আগামী নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী আমেজ বিরাজ করছে।