বেলকূচি প্রতিনিধি :-সিরাজগঞ্জে দুইটি বিদেশি পিস্তল, ২৯ রাউন্ড গুলি, ৪টি ম্যাগাজিন ও ৪০০ বোতল ফেন্সিডিলসহ নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার দ্বীন ইসলাম (৩০) ও ঢাকার মোহাম্মদ আলী (৩২) ২ জনকে আটক করেছে পুলিশ। বুধবার ভোররাত ৪টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় একটি প্রাইভেট কার তল্লাশি চালিয়ে পুলিশ তাদের আটক করে। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হেলালুদ্দিন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় চেকপোস্ট বসিয়ে চাপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী ওই প্রাইভেট কারটিতে তল্লাশি চালানো হয়। এ সময় কারের ভিতর থেকে ২টি বিদেশি পিস্তল (মেইড ইন ইউএসএ), ২৯ রাউন্ড গুলি, ৪টি ম্যাগজিন ও ৪শ' বোতল ফেন্সিডিল উদ্ধার এবং কারসহ দ্বীন ইসলাম ও মোহাম্মদ আলীকে আটক করা হয়। এ ঘটনায় অস্ত্র ও মাদক আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।