বেলকুচিতে এইচএসসি / সমমানের পরীক্ষা শুরু

চন্দন কুমার আচার্যঃ রাজশাহী শিক্ষা বোর্ডের অধিনস্থ সিরাজগঞ্জের বেলকুচিতে বুধবার থেকে যথা সময়ে ৩টি কেন্দ্রে বাংলা প্রথম পত্র পরীক্ষায় এইচএসসি/সমমানের ২১৮৩ জন ছাত্র/ছাত্রী অংশ গ্রহণ করে। এইচএসসি পরীক্ষা ২টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। ১নং কেন্দ্র বেলকুচি ডিগ্রী কলেজ, দৌলতপুর ডিগ্রী কলেজ, বেলকুচি বহুমুখী মহিলা ডিগ্রী কলেজ, খামারগ্রাম কলেজ ও এনায়েতপুরের স্থল পাকড়াশী কলেজের মোট ১১১১জন ছাত্র/ছাত্রী অংশ নেয়। ২নং কেন্দ্র বেলকুচি বহুমুখী মহিলা ডিগ্রী কলেজে রাজাপুর ডিগ্রী কলেজ, বেলকুচি ডিগ্রী কলেজ, বানিয়াগাঁতী এস,এন একাডেমী স্কুল এন্ড কলেজ, বেলকুচি মডেল কলেজের মোট ৯৮৬ জন ছাত্র/ছাত্রী অংশ গ্রহণ করে। অপর দিকে আলিম পরীক্ষা মেঘুল্লা নাজমুল উলুম দারুল ফাজিল মাদ্রাসায় অনুষ্ঠিত হয়। ঐ কেন্দ্রে শেরনগর, তামাই, গাবের পাড়া, দেলুয়া ইসলামিয়া আলীম মাদ্রাসা ও মেঘুল্লা দারুল উলুম ফাজিল মাদ্রাসার ১৩৬ জন পরীক্ষার্থী আলিম পরীক্ষায় অংশ গ্রহণ করে। ১নং কেন্দ্রে কেন্দ্র সচিব বেলকুচি ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, ২নং কেন্দ্রের কেন্দ্র সচিব অধ্যক্ষ হাজী মোঃ শামসুল আলম এবং মেঘুল্লা নাজমুল উলুম ফাজিল মাদ্রাসার কেন্দ্র