সিরাজগঞ্জে অগ্নিকান্ডে ঘর ও আসবাবপত্র ভস্মীভুত

সিরাজগঞ্জ প্রতিনিধি ঃ সিরাজগঞ্জে পৌর এলাকার একটি বাড়ীতে অগ্নিকান্ডের ঘটনায় ঘর ও আসবাবপত্রসহ সর্বস্ব ভস্মীভুত হয়ে ব্যাপক ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার ভোরে শহরের রানীগ্রাম মহল্লার মৃত জয়নাল প্রামানিকের ছেলে আব্দুল খালেকের বাড়ীতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, আব্দুল খালেক তার পরিবারসহ আত্মীয় বাড়ীতে বেড়াতে যাওয়ায় তার তালাবদ্ধ ঘরে বৃহস্পতিবার ভোর ৪ টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। ধীরে ধীরে আগুন সম্পূর্ণ ঘরে ছড়িয়ে পরে। পাশ্ববর্তী লেঅকজন আগুন দেখতে পেয়ে দ্রুত ছুটে এসে প্রায় ২ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ করে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা এসে ঘটনাস্থল পরিদর্শন করে। ক্ষতিগ্রস্থ আব্দুল খালেক জানান, অগ্নিকান্ডে তার ঘর, ঘরের ভেতরে থাকা তিনটি খাট, ড্রেসিং টেবিল, টেলিভিশন, একটি ওয়ার ড্রপ, আলমারীসহ মালামাল সম্পূর্ণ ভস্মীভুত হয়ে প্রায় ৫লাখ টাকার ক্ষতি হয়েছে। সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের সাব ষ্টেশন অফিসার মনির উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।