সিরাজগঞ্জ প্রতিনিধি ঃ সিরাগঞ্জের সলঙ্গা থানা পুলিশ বৃহস্পতিবার সকালে গাড়ী পোড়ানো, নাশকতা সৃষ্টি ও পুলিশের কাজে বাঁধা দেওয়ার অপরাধে সলঙ্গা থানার ধুবিল ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি হাসেম আলীকে তার বাড়ী থেকে গ্রেপ্তার করেছে। সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল হক জানান, গ্রেপ্তারকৃত হাসেম আলীর বিরুদ্ধে থানায় নাশকতা সৃষ্টির একাধিক মামলা রয়েছে।