শাহজাদপুরে বাবার রেজিষ্ট্রি করে দেয়া জমি জোর করে ফেরত দেওয়ানোর অভিযোগ।

শাহজাদপুর প্রতিনিধি : শাহজাদপুরে বাবা কর্তৃক ছেলেকে লিখে দেয়া জায়গা প্রভাবশালী কর্তৃক মারপিট করে পুনরায় বাবার অনিচ্ছা সত্বেও পুনরায় ফেরত নেওয়ানোর অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, রজব আলীর ৭ সন্তান ও ২ কন্যার মধ্যে চলতি বছরের ৭ জানুয়ারি উপজেলার পোরজনা ইউপির জামিরতা এলাকার রজব আলী তার ৩য় সন্তান আঃ করিমকে ১৫১ শতক ও ৫ম সন্তান শহিদুলকে ৩০ শতক জায়গা লিখে দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে করিমের ভাই আঃ মজিদ, মজিবর, বাবলু সহ দল বল করিমের উপর হামলা হালিয়ে মারপিট করে ও ভাংচুর করে। তাকে মারপিট করে ঘরে আটক রাখে এবং জমি লিখে দেয়ায় তার বাবাকেও মারপিট করে ও ঘরে আটক করে রাখে। পরে অস্ত্রের মুখে জিম্মি করে হত্যার হুমকি দেখিয়ে লিখে দেয়া জমি তার বাবার নামে পুনরায় ফেরত দিতে বলে এবং তার বাবাকে হুমকি দিয়ে বলে জমি সকল সন্তানদের মধ্যে সম বন্টন না করলে হত্যা করা হবে। এব্যাপারে এলাকার চেয়ারম্যান সহ এলাকার মতব্বরা করিম ও তার বাবার ইচ্ছার বিরুদ্ধে উক্ত জমি তার বাবার নামে ফেরত লিখে দিতে বাধ্য করে বলে অভিযোগে জানা যায়। এব্যাপারে তার বাবা রজব আলীর সাথে কথা হলে তিনি জানান, করিম আমাকে ২৫ বছর যাবৎ ভরন পোষন করে আসছে। সে আমার সকল চা