বেলকুচিতে বৈশাখী শাড়ী তৈরিতে ব্যস্ত তাঁতীরা

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ঃ সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা তাঁত সমৃদ্ধ এলাকা। এখানে তাঁত ব্যবসায়ীর উপর নির্ভর করেই চলে রুজি রোজগার। তাঁতীরা সাদা কাপড় তাঁতে তৈরি করে কম্পিউটার থেকে ঢাক, ঢোল, দোতারা, একতারা বিভিন্ন ধরনের ডিজাইন বের করে নানা রং দিয়ে তৈরী করছে বৈশাখী শাড়ী। বৈশাখী শাড়ী তৈরি করে বিক্রি করে করটিয়া, বাবুর হাট এবং ঢাকার বিভিন্ন মার্কেটে। গোপালপুর গ্রামের নীলমনি সরকার ও শাহনেওয়াজ জানায়, টানা হরতাল অবরোধে আমরা ব্যবসায় যে লোকসানের মুখে ছিলাম, তা এখন বৈশাখী শাড়ী বিক্রি করেই লাভবান হতে পারব। কারণ পাইকাররা আমাদের কাছে অগ্রিম টাকা এবং শাড়ীর অর্ডার দিচ্ছে। উপজেলার সমেশপুর, তামাই, চন্দনগাঁতী, বেতিল, গোপালপুর, শেরনগর, কামারপাড়া এলাকা থেকে প্রতিনিয়তিই কম্পিউটার শাড়ীর ডিজাইন তৈরি করার জন্য অত্র উপজেলার মুকুন্দগাঁতী মার্কেটের বেলকুচি আর্ট ও পলাশ মার্কের্টের আল্পনা আর্টে তাঁতীরা ব্যাপক অর্ডার দিচ্ছে।