সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ইউপি চেয়ারম্যানের মৃত্যু

 

Ullapara Photo

উল্লাপাড়া প্রতিনিধি :-উল্লাপাড়া উপজেলার দুর্গানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও দুর্গানগর ইউনিয়ন জামায়াতের সাবেক আমির আফছার আলী (৫৫) গতকাল রোববার রাত ৯টার দিকে গোপালগঞ্জ জেলার মোল্লার হাটে তার এক আত্মীয়ের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি উপজেলার দুর্গানগর ইউনিয়নের রাজমান আনন্দবেড়া গ্রামের বাসিন্দা। নিহতের পরিবার সূত্র জানায়, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গ্রেপ্তার এড়াতে চেয়ারম্যান আফছার আলী বেশ কিছু দিন ধরে উক্ত মোল্লার হাটে আত্মগোপন করে ছিলেন। সোমবার বাদ জোহর রাজমান উচ্চ বিদ্যালয় খেলার মাঠে জানাযা শেষে তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।