বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ঃ বেলকূচিতে নানা আয়োজনে পালিত হচ্ছে বাংলা নববর্য।নানা ঘটনা-রটনা প্রবাহের মধ্য দিয়ে চৈত্রের পরন্ত বেলা সোমবার বাংলা ১৪২১ বিদায় নিয়েছে। আগমন ঘটছে বাংলা ১৪২২ এর। ১৪২২ বাংলা সালকে বরণ করে নিতে বেলকূচির সকলপ্রান্তে বাঙালি পরিবারগুলো নানা প্রস্তুতি নিয়েছে। বাঙালির চিরাচরিত নিয়ামানুসারে পান্তা-ইলিশ-কাঁচালঙ্কা-তিল বাটা খেয়ে বাংলা নববর্ষকে বরণ করে নিবে তারা । নানান ধর্মের নানান বর্নের মানুষ এই দিনে সামাজিকতা পালন করবে, নাচবে, গাইবে আর নানা কর্মসূচীর মধ্য দিয়ে বর্ষবরণ অনুষ্ঠান পালন করে যাবে। ঢাক, ঢোল, একতারা, দোতরা ডিজাইনের পোষাক পরবে বাঙালিরা বাংলা নববর্ষে। বৈশাখ এলেই মনে পরে যায় বিশ্বের নানান বর্ণের নানান কর্মের লোকের কথা, বিশেষ করে বাঙালি কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা-এসো হে বৈশাখ, এসো এসো। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বের কাছে বৈশাখ নিয়েই পরিচয় করিয়ে দিয়েছে বাঙালিদের। বাংলা নববর্ষ শুধু বাংলাদেশেই নয় সারা বিশ্বেই যেখানেই বাঙালিরা অবস্থান করছে, সেখানেই বাংলা নবর্ষকেকে বরণ করে নিবে।