"নাশকতাকারীদের গ্রেপ্তারে যৌথ অভিযান চলবে" সিরাজগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বিজিবি প্রধান
editor@shahzadpursangbad.com
সিরাজগঞ্জ প্রতিনিধি : বিজিবি’র মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহম্মেদ পিএসসি বলেছেন, সরকার বিরোধী আন্দোলনের নামে দীর্ঘদিন যাবত দেশব্যাপী চালানো নাশকতামূলক কর্মকান্ড এখন অনেকটা নিয়ন্ত্রনে এসেছে। তাই এখন থেকে নাশকতামূলক কর্মকান্ডে যারা অংশ নিয়েছিল তাদের আইনের আওতায় আনতে দেশব্যাপী যৌথ অভিযান অব্যাহত থাকবে। প্রশাসন যতদিন চাইবে, বিজিবি ততদিন এ কাজে তাদের সহযোগিতা করবে। আমাদের ভূলে গেলে চলবে না, যারা নাশকতামূলক কর্মকান্ডে জড়িত ছিল তারা সন্ত্রাসী। অব্যশই তাদের আইনের আওতায় আনতে হবে। বুধবার দুপুরে সিরাজগঞ্জ সার্কিট হাউসে সাংবাদিকের সাথে মতবিনিময়কালে তিনি আরও বলেন, মহাসড়কে যানবাহন চলাচলে নিরাপত্তা প্রদানে বিজিবি’র টহল অব্যাহত থাকবে। সবাইকে মনে রাখতে হবে, বিজিবি’র কর্মকান্ড কোন রাজনৈতিক দলের বিরুদ্ধে নয়। বরং নাশকতাকারী, সন্ত্রাসী ও ক্যাডারদের বিরুদ্ধে, যারা দেশের ও সাধারন মানুষের শক্র। সিটি কর্পোরেশন নির্বাচন প্রসঙ্গে বিজিবি’র মহাপরিচালক বলেন, শান্তিপূর্ন ভাবে প্রার্থীদের প্রচারনা ও ভোট গ্রহনে নির্বাচন কমিশন যেভাবে নির্দেশনা দেবে, বিজিবি সেই ভাবে কাজ করবে। সর্বপরী সাধারন মানুষ যাতে নির্বিঘ্নে ভোট