
শাহজাদপুর প্রতিনিধিঃ বুধবার রবীন্দ্র কাচারি বাড়ী মিলতায়নে শাহজাদপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৬, (শাহজাদপুর) আসনের জাতীয় সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান। প্রধান শিক্ষক এস,এম সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভাইচ চেয়ারম্যান মুস্তাক আহমেদ, প্রফেসর নাছিম উদ্দিন মালিথা, প্রফেসর আব্দুল আজিজ, উপজেলা নির্বাহী অফিসার শামীম আহমেদ, অফিসার ইনচার্জ শাহাবুদ্দিন খলিফা, হুমায়ন কবির প্রমুখ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত ১ম, ২য় ও ৩য় বিভাগে উত্তীর্ণ শিক্ষার্থীদের এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় বিভিন্ন বিষয়ে বিজয়ীদের মধ্য
শাহজাদপুর প্রতিনিধিঃ বুধবার রবীন্দ্র কাচারি বাড়ী মিলতায়নে শাহজাদপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৬, (শাহজাদপুর) আসনের জাতীয় সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান। প্রধান শিক্ষক এস,এম সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভাইচ চেয়ারম্যান মুস্তাক আহমেদ, প্রফেসর নাছিম উদ্দিন মালিথা, প্রফেসর আব্দুল আজিজ, উপজেলা নির্বাহী অফিসার শামীম আহমেদ, অফিসার ইনচার্জ শাহাবুদ্দিন খলিফা, হুমায়ন কবির প্রমুখ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত ১ম, ২য় ও ৩য় বিভাগে উত্তীর্ণ শিক্ষার্থীদের এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় বিভিন্ন বিষয়ে বিজয়ীদের মধ্যে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়। এ পুরস্কার বিতরণ শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি, সংগীত ও নৃত্য পরিবেশন করেন।