বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ শত বছরে পুরানো রাধা চক্করের মেলা আজ বৈশাখী মেলা হিসাবে পরিচিত। ১০-১২ বৎসরের কিশোর কিশোরীকে রাধা রানী আর অষ্ট সখী সাজিয়ে কাঠ দ্বারা নির্মিত গোল চাকায় ঘুরতো রাধা রানী। সেই থেকেই নামকরণ হয় চালা রাধা চক্করের মেলা। সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা চালা গ্রামে প্রয়াত অমূল্য সাহার দাদার আমল থেকেই এই মেলা শুরু হয়। রাধা চক্করের মেলা উপলক্ষে তৎকালে জেলার বিভিন্ন প্রান্তর থেকে হিন্দু সম্প্রদায়ের লোকজন আসতো। সাজ সাজ রবে ভরে যেত চালা গ্রাম। আজও রাধা চক্কর মেলা হিসাবে বেলকুচি কেন্দ্রিয় শ্রীশ্রী কালীমাতা মন্দির প্রাঙ্গন সংলগ্ন চালা-মুকুন্দগাঁতী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে চৈত্র সংক্রান্তি তিথি থেকেই শুরু হয় চলে সাত দিন ব্যাপী। কিন্তু পুরানো ঐতিহ্য আর নেই । রাধা চক্করের মেলা আজ বেলকুচিতে বৈশাখী মেলা হিসাবেই পরিচিত। আদৌ দুরদুরান্ত থেকে চালা গ্রামের মেলায় বিভিন্ন মেলার পসরা সাজিয়ে বিক্রি করছে বিক্রেতা এবং ক্রয় করছে ক্রেতারা।
বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ শত বছরে পুরানো রাধা চক্করের মেলা আজ বৈশাখী মেলা হিসাবে পরিচিত। ১০-১২ বৎসরের কিশোর কিশোরীকে রাধা রানী আর অষ্ট সখী সাজিয়ে কাঠ দ্বারা নির্মিত গোল চাকায় ঘুরতো রাধা রানী। সেই থেকেই নামকরণ হয় চালা রাধা চক্করের মেলা। সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা চালা গ্রামে প্রয়াত অমূল্য সাহার দাদার আমল থেকেই এই মেলা শুরু হয়। রাধা চক্করের মেলা উপলক্ষে তৎকালে জেলার বিভিন্ন প্রান্তর থেকে হিন্দু সম্প্রদায়ের লোকজন আসতো। সাজ সাজ রবে ভরে যেত চালা গ্রাম। আজও রাধা চক্কর মেলা হিসাবে বেলকুচি কেন্দ্রিয় শ্রীশ্রী কালীমাতা মন্দির প্রাঙ্গন সংলগ্ন চালা-মুকুন্দগাঁতী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে চৈত্র সংক্রান্তি তিথি থেকেই শুরু হয় চলে সাত দিন ব্যাপী। কিন্তু পুরানো ঐতিহ্য আর নেই । রাধা চক্করের মেলা আজ বেলকুচিতে বৈশাখী মেলা হিসাবেই পরিচিত। আদৌ দুরদুরান্ত থেকে চালা গ্রামের মেলায় বিভিন্ন মেলার পসরা সাজিয়ে বিক্রি করছে বিক্রেতা এবং ক্রয় করছে ক্রেতারা।