সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জসদর, কামারখন্দ, রায়গঞ্জ, বেলকুচি, তাড়াশ, উল্লাপাড়া, শাহজাদপুর, কাজিপুরসহ ৯টি উপজেলা এবং পার্শ্ববর্তী অঞ্চলের নিভৃত পল্লী অঞ্চলের অলি-গলি, মেঠোপথ, আবাদী-অনাবাদী জমি ছাড়াও সড়ক মহাসড়কসহ জেলার যে দিকেই দু’চোখ যায়, সেদিকেই দেখা যায় পরিবেশের ভারসাম্যতা রক্ষায় মারাত্বক ক্ষতিকর বৃক্ষ ইউকালিপ্টাসের সারি। এছাড়া রাত্রিবেলা কার্বন-ডাই-অক্সাইড নির্গমণকারী মারাত্বক ক্ষতিকর ঐ বৃক্ষটি ভূ-গর্ভস্থ্য পানির স্তর থেকে যে পরিমান পানি গ্রহন করছে তাতে অদূর ভবিষ্যতে জেলায় সেঁচকার্যের জন্য প্রয়োজনীয় পানিপ্রাপ্তি মারাত্বকভাবে ব্যাহত হবার সমূহ সম্ভাবনার আশংকা করা হচ্ছে। ঐ বৃক্ষ থেকে বায়ুমন্ডলে নির্গত কার্বন-ডাই-অক্সাইড একদিকে যেমন বায়ুমন্ডলকে দূষিত করে তুলছে, অন্যদিকে গ্রীণ হাউজে ফেলছে এর মারাত্বক নেতিবাচক প্রভাব। ফলে বায়ুম
সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জসদর, কামারখন্দ, রায়গঞ্জ, বেলকুচি, তাড়াশ, উল্লাপাড়া, শাহজাদপুর, কাজিপুরসহ ৯টি উপজেলা এবং পার্শ্ববর্তী অঞ্চলের নিভৃত পল্লী অঞ্চলের অলি-গলি, মেঠোপথ, আবাদী-অনাবাদী জমি ছাড়াও সড়ক মহাসড়কসহ জেলার যে দিকেই দু’চোখ যায়, সেদিকেই দেখা যায় পরিবেশের ভারসাম্যতা রক্ষায় মারাত্বক ক্ষতিকর বৃক্ষ ইউকালিপ্টাসের সারি। এছাড়া রাত্রিবেলা কার্বন-ডাই-অক্সাইড নির্গমণকারী মারাত্বক ক্ষতিকর ঐ বৃক্ষটি ভূ-গর্ভস্থ্য পানির স্তর থেকে যে পরিমান পানি গ্রহন করছে তাতে অদূর ভবিষ্যতে জেলায় সেঁচকার্যের জন্য প্রয়োজনীয় পানিপ্রাপ্তি মারাত্বকভাবে ব্যাহত হবার সমূহ সম্ভাবনার আশংকা করা হচ্ছে। ঐ বৃক্ষ থেকে বায়ুমন্ডলে নির্গত কার্বন-ডাই-অক্সাইড একদিকে যেমন বায়ুমন্ডলকে দূষিত করে তুলছে, অন্যদিকে গ্রীণ হাউজে ফেলছে এর মারাত্বক নেতিবাচক প্রভাব। ফলে বায়ুমন্ডলে তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাওয়ায় বর্হিঃবিশ্বের শীতপ্রধান দেশগুলোতে পূর্বের তুলনায় বেশী পরিমানে বরফ গলায় বঙ্গোপসাগরে পানির উচ্চতাও দিন দিন বাড়ছে। এ অবস্থা চলতে থাকলে ভবিষ্যতে সমুদ্র তীরবর্তী বৃহৎ অঞ্চল বঙ্গোপসাগরে বিলীন হয়ে যাবে বলে পরিবেশবিদগণ হুশিয়ারী উচ্চারণ করেছেন। এ অবস্থা রোধে বিশেষজ্ঞ মহল থেকে রাস্তার দু’পাশে ফলবান ও দেশীয় উন্নত প্রজাতির বৃক্ষর্পোণ এবং মারাত্বক ক্ষতিকর ঐ বৃক্ষটি সরকারিভাবে নিষিদ্ধের দাবী জানানো হয়েছে।